Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

ক) অভ্যন্তরীণ সংগ্রহের আওতায় ৬৪ টি  লাইসেন্স প্রাপ্ত মিলারগণের নিকট হইতে চাউল এবং ন্যায্য মূল্য প্রদানের লক্ষ্যে কৃষকের নিকট হইতে ধান ও গম সংগ্রহ করা হয়।

খ) সরকারী সিদ্ধান্তের আলোকে দরিদ্র জনগোষ্টির কষ্ট লাঘবের জন্য সরকার নির্ধারিত ডিলারগণের মাধ্যমে ও,এম,এস কর্মসূচী, ইউনিয়ন ফেয়ার প্রাইস কর্মসুচী,  ৪র্থ শ্রেণী কর্মচারী ফেয়ার প্রাইস কর্মসূচীর আওতায় খোলাবাজারে চাউল/গম/ আটা বিক্রয়ের কার্যক্রম সম্পাদন করা হয়।

গ) ভিজিডি, ভিজিএফ, জিআর, টি আর, ই,আর, কাবিখা খাতে বরাদ্দ প্রাপ্ত খাদ্যশস্যের বিলি আদেশ (ডিও) জারি এবং খাদ্য শস্য উত্তোলনের কার্যাবলী সম্পাদন করা হয়।

ঘ) খুচরা ব্যবসায়ী এবং আটা চাক্কি ব্যবসায়ীগণের লাইসেন্স (ফুড গ্রেইন) প্রদান করা হয়।